বেঁচে থাকলে এই ২০ আগস্ট ৭৬ বছর বয়স হত তাঁর। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার সকালেই বীরভূমিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পুত্র, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।এছাড়াও টুইট করেও বাবাকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাহুল গান্ধী।জন্মবার্ষিকীতে রাজীব-স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বৃহস্পতিবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য।’
বেঁচে থাকলে আজ ৭৬ বছর বয়স হত রাজীব গান্ধীর। রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছরই দেশের বিভিন্ন রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু, করোনাভাইরাসের প্রকোপ এবার সমস্ত কিছু কেড়ে নিয়েছে।
2020-08-20