ট্রাম্পের আমলেই ভারত-মার্কিন দু’দেশের সম্পর্ক সব থেকে বেশি মজবুত হয়েছে বলে দাবি করল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দু’দেশের সম্পর্ককে অনেক উঁচু স্থানে নিয়ে গিয়েছেন। এর আগে কোনও প্রশাসনেরই ভারত সম্পর্কে এত তৎপরতা দেখা যায়নি।
সোমবার সংবাদসংস্থা পিটিআইকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন-ভারত সম্পর্কে অনেক বেশি অগ্রাধিকার দিয়েছেন। গত সাড়ে তিন বছরে ট্রাম্পের জন্যই দু’দেশের মধ্যে একাধিক বিষয় নিয়ে সম্পর্ক মজবুত হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, করোনা পরবর্তী বিশ্বে প্রেসিডেন্ট ট্রাম্প দু’দেশের মধ্যে আরও জটিল কয়েকটি সমস্যার সমাধান করবেন। তার মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসায়িক উন্নয়ন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্যনীতি।
ট্রাম্পের আমলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে অনেক বেশি মজবুত হয়েছে সে কথা এক বাক্যে স্বীকার করেন অনেক কূটনীতিকই। কোভিড-১৯ পরিস্থিতিতেও ভারতকে অর্থ দিয়ে সাহায্য করেছেন ট্রাম্প। একাধিকবার দেখা গিয়েছে চীনের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর দু’দেশের সম্পর্কে আরও মজবুত করেছে।
সামনেই আমেরিকায় রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও ভারত সম্পর্কে উদার হয়েছেন। তিনি প্রেসিডেন্ট হলে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে একাধিকবার দাবি করেছেন। সীমান্তে ভারত ও চীনের দ্বন্দ্ব নিয়ে গত সপ্তাহে বাইডেন বেজিংয়ের কড়া সমালোচনা করে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছেন। তাই বাইডেনের এই পদক্ষেপগুলিকে মাথায় রেখে এখন থেকেই ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে আগামী দিনে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিলেন।