ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার রাতে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিজেই টুইট করেছে কথা জানিয়েছিলেন অমিত শাহ। চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন গুড়গাওয়ের মেদানত হাসপাতালে। কিন্তু স্বাধীনতা দিবসের আগের দিন অমিত শাহের কোভিড (Covid-19) রিপোর্ট নেগেটিভ আসে। নিজেই টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন তিনি। কিন্তু, এদিন ফের তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উল্লেখ্য, অমিত শাহ অসুস্থ হয়ে পড়ায় আটকে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণসহ বিজেপির সাংগঠনিক রদবদল। আপাতত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়ায় সেইসব কাজে গতি আসবে বলে ধরে নেওয়া হয়েছিল। বাড়িতে কয়েকদিন বিশ্রামের পর তাঁকে স্বাভাবিক জীবনে ফেরার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু, এদিন ফের তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হল। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠানের যোগ দেওয়া হয়নি তাঁর। বেসরকারি অনুষ্ঠানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর করোনা সংক্রমণ থেকে মুক্তি পান তিনি। কিন্তু, সেই ঘটনার কয়েক দিন কাটার আগেই তাঁকে ভর্তি হতে হল কেন্দ্রীয় সরকারের এইমস হাসপাতালে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইট করেও তা মুছে দেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)।