প্রয়াত ‘দৃশ্যম’-এর পরিচালক নিশিকান্ত কামাত, শোকস্তব্ধ বলিউড

ফের বলিউডে মৃত্যুশোকএবার মৃত্যু হল ‘দৃশ্যম’ খ্যাত পরিচালক নিশিকান্ত কামাতের। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভরতি ছিলেন তিনি। সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন টুইট করে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ, অজয় দেবগন।

জানা গিয়েছে, অতীতে লিভার সিরোসিসের সমস্যায় ভুগেছিলেন তিনি। ফের সেই সমস্যাই নাকি নতুন করে চাগাড় দিয়ে উঠেছিল। ‘দৃশ্যম’ ছাড়াও ‘মাদারি’, ‘মুম্বই মেরি জান’-সহ বেশ কিছু হিট হিন্দি ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই পরিচালক। lতবে, ২০১৫ সালে মুক্তি পাওয়া অজয় দেবগণ ও টাবুর ‘দৃশ্যম’ তাঁর কাজ দর্শকদের মন ছুঁয়ে যায়।  বলিউডে জনপ্রিয়তা পান নিশিকান্ত কামাত (Nishikanta Kamat)। ছোটখাটো ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে ‘রকি হ্যান্ডসাম’, ‘ভবেশ জোশী সুপারহিরো’-সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতেও‘ড্যাডি’ ছবিতে নিশিকান্ত কামাত অভিনয় করেছিলেন পুলিশ অফিসারের ভূমিকায়। শুধুই হিন্দি ছবির জগতে পরিচালনা নয়, একাধিক মারাঠি ছবিতে অভিনয়ও করেছেন তিনি।

মরাঠা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিশিকান্ত বেশি নাম পেয়েছিলেন পরিচালক হিসেবে। ২০০৫ সালে ‘ডোম্বিভালি ফাস্ট’ ছবি দিয়ে মারাঠি সিনেমার জগতে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। যে ছবি বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল। পরের বছরই সেরা মারাঠা ফিচার ছবি হিসেবে সেটিকে বেছে নেওয়া হলে জাতীয় পুরস্কার ওঠে তাঁর হাতে। মৃত্যুর আগে ‘দরবদর’ ছবি তৈরিতে মন দিয়েছিলেন নিশিকান্ত। সব ঠিকঠাক থাকলে ২০২২ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.