পশ্চিমবঙ্গে একদিনে ৩০৬৬ জন করোনা আক্রান্ত হলেন । এদিকে একদিনে মৃত্যু হয়েছে ৫১ জনের। গত এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৩৫জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ২৭,২৯৯জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ১৬হাজার ৪৯৮জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৮৬,৭৭১জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪২৮জনের। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৭৪.৪৮শতাংশ। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে ৫৬৩টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৩২,৩১৯।
গত ২৪ ঘণ্টায় ৬৭৮জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ২৪,৭৩২জন। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৫২৭জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫৬০জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৩জনের মৃত্যু হয়েছে। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১০৭০জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। পাশাপাশি রাজ্যে বাকি মৃতদের মধ্যে পাঁচজন দার্জিলিং, দুজন জলপাইগুড়ি, একজন উত্তর দিনাজপুর, একজন মালদা, একজন বীরভূম, তিনজন পূর্ব মেদিনীপুর, দুজন পূর্ব বর্ধমান, নয়জন হাওরা, একজন হুগলি, ১০জন উত্তর ২৪ পরগনা, চারজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩২হাজার ২৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এই যাবত সর্বাধিক। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩লাখ ১৪হাজার ৭৭২টি। এখন রাজ্যে ৬৬টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।