জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় খুন

* জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় খুন * ১৫ ই আগস্ট ২০২০ কলকাতা-
  পশ্চিমবঙ্গের রাজনীতি বা রাজনৈতিক  পরিস্থিতির মানক্রমশ তলানিতে এসে ঠেকেছে , এমনি জঘন্য অবস্থা ,যা কল্পনাও করা যায় না। গতকাল আমাদের ভারতের স্বাধীনতার ৭৪ তম বৎসর পূর্ণ হল।  স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টি নেতাকর্মী দ্বারা পতাকা উত্তোলন এবং স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে  পশ্চিমবঙ্গে সহিংসতার কয়েক ডজন ঘটনা ঘটেছে। 

 হুগলি জেলার খানকুলে বিজেপি কর্মীদের দ্বারা পতাকা উত্তোলনের প্রস্তুতির সময়, তৃণমূলের লোকেরা পতাকা তোলার বেদীটিকে আক্রমণ করে ধ্বংস করে।  প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে হত্যা করা হয়।  আরও অনেক বিজেপি সমর্থক সঙ্কটজনকভাবে আহত হয়েছেন।

 অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার  নরেন্দ্রপুরে বহু বিজেপি কর্মীকে আক্রমণ করে হাত পা ভেঙে দেওয়া হয়, তাদের অনেককেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

West Bengal: BJP worker killed in Hooghly over I-Day celebration https://timesofindia.indiatimes.com/city/kolkata/west-bengal-bjp-worker-hacked-to-death-in-hooghly-over-i-day-celebration/articleshow/77562621.cms


উক্ত এমন ঘটনা অন্যান্য অনেক জেলায়ও ঘটেছে।  স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠান পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন লাঠিপেটা করেও থামিয়ে দিয়েছে । বহু বিজেপি কর্মীদেরও অনেক জায়গায় গ্রেপ্তার করা হয়েছে।  হুগলির খানাকুলে বিজেপি কর্মী হত্যার প্রতিবাদে বিজেপি ১২ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে।  বিজেপি অভিযোগ করেছে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নিম্ন স্তরের নেতাকর্মীরা প্রায়শই প্রতিটি জেলায় এই জাতীয় বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.