‘Fani’-কে নিয়ে গত কয়েকদিন ধরেই জারি করা হয়েছে সতর্কতা৷ বিশেষ করে উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷ ওডিশার গোপালপুর, চান্দবলি, দক্ষিণ পুরীর ওপর দিয়ে যাবে এই ‘Fani’ এবং শুক্রবার দুপুরে ঘন্টায় ১৭৫-১৮৫ কিলোমিটার থেকে ২০৫ কিলোমিটার বেগে ঝড় বইবে বলে জানিয়েছে ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট৷ ওডিশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে এর প্রভাব পড়বে বলে জানা গিয়েছে৷

ওডিশার গঞ্জাম, গজপতি, খুরদা, পুরী এবং জগৎসিংপুর, পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, এবং অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এবং বিজয়নগ্রামে ‘Fani’ জোরাল প্রভাব ফেলবে৷

এরইমধ্যে অন্ধ্রপ্রদেশ, ওডিশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র থেকে ১,০৮৬কোটি টাকা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জন্য আগাম বরাদ্দ করা হয়েছে৷ প্রবল ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতও চলবে এই ‘Fani’-র কারণে৷

এছাড়া ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং নৌজাহাজ এবং হেলিকপ্টার সাহায্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে৷ আর্মি এবং বায়ুসেনাও প্রস্তুত৷ পাশাপাশি, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ৪১টিম কেও রেডি রেখেছে৷ ব্যাক আপে পশ্চিমবঙ্গে রয়েছে আরও ১৩ টিম এবং অন্ধ্র প্রদেশের রয়েছে ১০টিম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.