#এনসিসি ক্যাডেটদের জন্য বিশেষ ঘোষণা করলেন মোদী।
#আমাদের দেশ কী করতে পারে, তা লাদাখে দেখে নিয়েছে গোটা দুনিয়া। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাই। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরদার লড়াই করছে ভারত: প্রধানমন্ত্রী।
#ভারত সেইসব কম সংখ্যক দেশগুলোর মধ্যে একটা, যেখানে জঙ্গলের পরিমাণ ক্রমশ বাড়ছে: প্রধানমন্ত্রী।
#ভ্যাক্সিন কবে আসবে, এই একটাই প্রশ্ন প্রত্যেকটা মানুষের মনে। প্রধানমন্ত্রী বলেন, দেশে তিনটি ভ্যাক্সিন তৈরি পরীক্ষা চলছে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই প্রচুর পরিমাণ ভ্যাক্সিনের ডোজ তৈরি করা হবে। আর তা কীভাবে দেশের বেশিরভাগ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যাবে, তার পরিকল্পনা তৈরি করা হয়ে গিয়েছে।
#ন্যাশনাল হেল্থ স্কিমের সূচনাও হচ্ছে ভারতে। ভারতের প্রত্যেক নাগরিককে দেওয়া হবে হেল্থ আইডি। তাতে কে কোনও চিকিৎসকের কাছে যাচ্ছে, কী ওষুধ খাচ্ছেন, কী ডায়গোনোসিস হচ্ছে তার সব তথ্য থাকবে: প্রধানমন্ত্রী
#দেশে মহিলারা এখন কয়লা খনিতে কাজ করেন, ফাইটার জেট নিয়ে আকাশেও ওড়েন। গর্ভবতী মহিলাদের ৬ মাসের সবেতন ছুটি দেওয়া হয়। ১ টাকায় স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া হয় ভারতের মহিলাদের জন্য। ২২ কোটি জনধন অ্যাকাউন্টে করোনা কালে জমা পড়েছে টাকা। অদূর ভবিষ্যতে ভারতে মহিলাদের বিয়ের বয়স পরিবর্তনের কথাও ভাবা হবে: প্রধানমন্ত্রী।
#দেশের সব গ্রামে অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর।
#করোনা কালে অনলাইন ক্লাস ট্রেন্ড হয়ে উঠেছে। অনলাইন ট্রানজাকশনও বাড়ছে। ইউপিআই-তে ৩ লক্ষ কোটির ট্রানজাকশন হয়েছে ভারতের মত দেশে: প্রধানমন্ত্রী।
#নতুন শিক্ষানীতির কথা উল্লেখ করলেন মোদী। বললেন, এই শিক্ষানীতিতে একজন ছাত্র বা ছাত্রী সহজেই গ্লোবাল সিটিজেন হয়ে উঠবে।
#শুধ Make In India নয়, এবার থেকে Make For the World-এর কথাও ভাবতে হবে: প্রধানমন্ত্রী
#স্বাধীন ভারতের সংকল্প হওয়া উচিৎ Vocal For Local. আমাদের দেশে যা তৈরি হচ্ছে, তা নিয়ে আমাদের গর্ব থাকা উচিৎ: প্রধানমন্ত্রী
#আত্মনির্ভরতা মানে শুধু নেই নয় যে আমরা বাইরে থেকে আমদানি কমাব, সেইসঙ্গে আমাদের নিজস্ব সৃজনশীলতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
#’আত্মনির্ভর ভারত’, এটা আজ ১৩০ কোটি ভারতবাসীর জন্য একটা মন্ত্রে পরিণত হয়েছে। বাড়িতে ছেলে কিংবা মেয়েদের ২৬-২৭ বছরেই আত্মনির্ভর হতে বলা হয়। আমরাও ৭৫ বছরে পা দিচ্ছি। তাই আত্মনির্ভর হওয়া আমাদের স্বপ্ন: প্রধানমন্ত্রী
#আজ দেশ জুড়ে সংকল্প নেওয়ার সময়। আগামী বছর ৭৫ বছরে পা দেবে ভারতের স্বাধীনতা। তাই আগামী ২ বছরের জন্য আমাদের সংকল্প নিতে হবে। ৭৫ বছরে পা দেওয়ার সময় যেন আমরা সেই সংকল্প পূরণ করতে পারি: প্রধানমন্ত্রী।
#আজ দেশ এক পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি চোখের সামনে ছোট ছোট শিশুদের দেখতে পাচ্ছি নাল করোনার সঙ্গে লড়াই করতে বহু মানুষ নিজেদের নিয়োজিত করেছেন। সেইসব করোনা যোদ্ধাদের আমার প্রণাম: প্রধানমন্ত্রী
#দেশ বাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা: প্রধানমন্ত্রী
#আজ যে আমরা স্বাধীন ভারতে শ্বাস নিচ্ছি, তার পিছনে বহু মা, ভাই, বোনের ত্যাগ রয়েছে। প্রত্যেককে আমার নমস্কার। আমাদের সেনাবাহিনী, আধাসেনা, পুলিশ প্রত্যেকে মা ভারতীর সুরক্ষায় নিবেদিত থাকেন: প্রধানমন্ত্রী
৭৪ বছরে পা দিল ভারতের স্বাধীনতা। কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রওনা হয়েছেন তিনি।
একাধিক নিরাপত্তার স্তরে মুড়ে ফেলা হয়েছে ঐতিহ্যবাহী লাল কেল্লা। মোতায়েন করা হয়েছে ৪০,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।