প্রতিদিনই রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয় কোন জেলায় কতজন আক্রান্ত ও মৃত৷ এছাড়া কতজন সুস্থ হয়ে উঠেছেন সেই তথ্যও তুলে ধরা হয়৷
বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷
উত্তর ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ৫৮২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২২ হাজার ৮৬১ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৮৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৬,৯১০ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৫২৪ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৫,৪২৭ জন৷
হাওড়া- একদিনে আক্রান্ত ২২৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১০,৬০১ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৫১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮,৩৩৪ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২৭৩ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৯৯৪ জন৷
হুগলি -একদিনে আক্রান্ত ১২০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৫,০৪৩ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৭১৫ জন৷ গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৮০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২৪৮ জন৷
দক্ষিণ ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ২১৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৭,৮৭৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫,৭৩৪ জন৷ একদিনে ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১২৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২,০২১ জন৷
পশ্চিম বর্ধমান-একদিনে আক্রান্ত ৬৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯২১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮০ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২৬৮ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৩৬ জন৷
পূর্ব বর্ধমান- একদিনে আক্রান্ত ৪৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৭২২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,১৬৮ জন৷ নতুন করে এক জনেরও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৪৬ জন৷
পূর্ব মেদিনীপুর-একদিনে আক্রান্ত ১১১ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,০৯২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৮৪৪ জন৷ তিন জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২২২ জন৷
পশ্চিম মেদিনীপুর- একদিনে আক্রান্ত ৭২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৮৪৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২৮৩ জন৷ নতুন করে একজনেরও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ২০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৪৪ জন৷
ঝাড়গ্রাম-একদিনে আক্রান্ত ৪ জন৷ মোট আক্রান্ত ১১০ জন৷ এই জেলায় এই প্রথম ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট সুস্থ হয়েছেন ৬৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৫জন৷
বাঁকুড়া-একদিনে আক্রান্ত ৩৪ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,২৭১ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮৮১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৯০ জন৷
পুরুলিয়া-একদিনে আক্রান্ত ৪৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৫০৩ জন৷ এই জেলায় মাত্র ১ জনের মৃত্যু হয়েছে৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৯২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২১০ জন৷
বীরভূম- একদিনে আক্রান্ত ৪৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,১২৩জন৷ এই জেলায় গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ৭ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ৭১৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪০০ জন৷
নদীয়া- একদিনে আক্রান্ত ৯৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,০১২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২৫৮ জন৷ একদিনে ২ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৭৩২ জন৷
মুর্শিদাবাদ- একদিনে আক্রান্ত ১৬৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৭৪৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,০৪৫ জন৷ নতুন করে কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ২২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৫৮০ জন৷
মালদহ- একদিনে আক্রান্ত ২০৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৫৮৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৭২৬ জন৷ নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৪১ জন৷
দক্ষিণ দিনাজপুর- একদিনে আক্রান্ত ২৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯৮৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৫৬৮ জন৷ একদিনে কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ১৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪০১ জন৷
উত্তর দিনাজপুর- একদিনে আক্রান্ত ১৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৪৮৫ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,১৯৯ জন৷ নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ২৭২ জন৷
জলপাইগুড়ি- একদিনে আক্রান্ত ৩৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯৮৪ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৫২১ জন৷ একদিনে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৪৪৫ জন৷
কালিম্পং– একদিনে মাত্র ২২ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২৪৫ জন৷ গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা মাত্র ১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১০৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৩৭ জন৷
দার্জিলিং-একদিনে আক্রান্ত ১০৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৩৩৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৪৯০ জন৷ নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৪২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮০৫ জন৷
কোচবিহার- একদিনে আক্রান্ত ৫৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৫৪৮ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেল ২৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,০৬২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৮৬ জন৷
আলিপুরদুয়ার-একদিনে আক্রান্ত ৩৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৮৮৬ জন৷ গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা মাত্র ৬ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫১৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৬৭ জন৷