দেশের উন্নয়ন-যাত্রায় সৎ করদাতাদের ভূমিকাই সবচেয়ে বড়। দেশের সৎ করদাতাদের জীবন সহজ হলেই তো, উন্নয়ন সম্ভব, দেশের বিকাশ সম্ভব। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘স্বচ্ছ কর প্রদান–সৎ করদাতাদের সম্মান’ কর্মসূচীর সূচনা করার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। দেশের ‘সৎ করদাতা’-দের সম্মান জানাতেই ‘স্বচ্ছ কর ব্যবস্থা, সততার সম্মান’ কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী। মোদী সরকার চাইছে, দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা এনে সৎ করদাতারা যাতে উপযুক্ত সম্মান পান এবং তাঁদের কোনও রকম হয়রানি বা জটিলতার মধ্যে না পড়তে হয়, তা নিশ্চিত করতে।
প্রধানমন্ত্রী এদিন বলেন, রাষ্ট্রনির্মাণে সৎ করদাতারাই বড় ভূমিকা পালন করেন। দেশের সৎ করদাতাদের জীবন সহজ হলেই তো, উন্নয়ন সম্ভব, দেশের বিকাশ সম্ভব। প্রধানমন্ত্রীর কথায়, কর ব্যবস্থায় আমাদের লক্ষ্য হওয়া উচিত দ্ব্যর্থহীন, কষ্টহীন এবং ফেসলেস। বিগত ৬ বছরে, কর ব্যবস্থায় নতুন বিবর্তনের মডেল প্রত্যক্ষ করেছে ভারত। জটিলতা, মামলা মোকদ্দমা হ্রাস করেছি আমরা এবং স্বচ্ছতা, কর দাতাদের উপর আস্থা বৃদ্ধি করতে পেরেছি। প্রধানমন্ত্রী এদিন উদ্বেগের সঙ্গেই জানিয়েছেন, বিগত ৬-৭ বছরে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি বেড়েছে। তবে এটা ঠিক যে, ১৩০ কোটি মানুষের দেশে এই সংখ্যা এখনও অনেক কম। এত বড় দেশে মাত্র দেড় কোটি মানুষই আয়কর জমা দেন।