ফের স্বমহিমায় করোনা। আগস্টের শুরু থেকেই দেশে প্রায় প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছিলেন। বুধবার তা ছাপিয়ে গেল ৬৫ হাজারের গণ্ডিও। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন প্রায় ৬৭ হাজার মানুষ। যা কিনা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষার সংখ্যাটাও রেকর্ড হারে বেড়েছে।
https://twitter.com/ANI/status/1293765794917163009?s=20
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬ হাজার ৯৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা গতকালের থেকে প্রায় ৫ হাজার বেশি। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৩৮ জন। এদের মধ্যে ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৬ হাজার মানুষ সুস্থ হয়েছেন। এটিও রেকর্ড। এখনও চিকিৎসাধীন ৬ লক্ষ ৫৩ হাজার ৬২২ জন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। তবে শুধু আগস্ট মাসের সংক্রমণের নিরিখে আমেরিকা এবং ব্রাজিলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এদেশ।
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৪২ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৭ হাজার ৩৩ জনে। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ২ কোটি ৬৮ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।