প্রতিদিনই রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়৷ সেখানে উল্লেখ করা হয় কোন জেলায় কতজন আক্রান্ত ও মৃত৷ এছাড়া কতজন সুস্থ হয়ে উঠেছেন সেই তথ্যও তুলে ধরা হয়৷
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক কোন জেলায় কতজন আক্রান্ত আর কতজনেরই বা মৃত্যু হয়েছে৷ কতজন সুস্থ হয়ে উঠেছেন৷
উত্তর ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ৬৪৩ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২১ হাজার ৬৯০ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৫৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১৫,৫৬৫ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪৯৯ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৫,৬২৬ জন৷
হাওড়া- একদিনে আক্রান্ত ১৫৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১০,১০০ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৫০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৭,৮৭৪ জন৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫ জনের৷ ফলে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২৫৮ জনে৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ১,৯৬৮ জন৷
হুগলি – একদিনে আক্রান্ত ১১৫ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪,৮১০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩,৪৫৬ জন৷ গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৭৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,২৭৮ জন৷
দক্ষিণ ২৪ পরগনা- একদিনে আক্রান্ত ২২০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৭,৪০৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ৫,৪১৫ জন৷ একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১২০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৮৭৪ জন৷
পশ্চিম বর্ধমান- একদিনে আক্রান্ত ৬০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৭৯৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,০৬৬ জন৷ নতুন করে কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ১৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭১৯ জন৷
পূর্ব বর্ধমান- একদিনে আক্রান্ত ৬৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৬১১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,০৬৫ জন৷ নতুন করে এক জনেরও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫৩৮ জন৷
পূর্ব মেদিনীপুর-একদিনে আক্রান্ত ১১২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ২,৮৮১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৬৩৫ জন৷ একজনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২২৬ জন৷
পশ্চিম মেদিনীপুর- একদিনে আক্রান্ত ৯৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৬৯৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,২৫৬ জন৷ একজনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪২০ জন৷
ঝাড়গ্রাম- একদিনে আক্রান্ত ১৫ জন৷ মোট আক্রান্ত ৯৯ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ মোট সুস্থ হয়েছেন ৩৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬১ জন৷
বাঁকুড়া- একদিনে আক্রান্ত ৮৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,১৯২ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ৮২৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৬৪ জন৷
পুরুলিয়া- একদিনে আক্রান্ত ২৮ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৪১৯ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৬৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৫৪ জন৷
বীরভূম- একদিনে আক্রান্ত ২৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,০৬৭ জন৷ এই জেলায় গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ৭ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫০ জন৷ মোট সুস্থ হয়েছেন ৬৩৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪২১ জন৷
নদীয়া- একদিনে আক্রান্ত ১২৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৮১৪জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,১৫৭ জন৷ নতুন করে এক জনেরও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ১৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৬৪০ জন৷
মুর্শিদাবাদ- একদিনে আক্রান্ত ৬২ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৪৭২ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ৯৬৫ জন৷ একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ২২ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৪৮৫ জন৷
মালদহ- একদিনে আক্রান্ত ১১৭ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,২৮৭ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৫২১ জন৷ নতুন করে কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ১৭ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭৪৯ জন৷
দক্ষিণ দিনাজপুর- একদিনে আক্রান্ত ৪৬ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৯০০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৩৭৩ জন৷ একদিনে ৩ জনেরও মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ১৬ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫১১ জন৷
উত্তর দিনাজপুর- একদিনে আক্রান্ত ৩০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৪২৬ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৫ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,১৭৭ জন৷ নতুন করে কারও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ১৩ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ২৩৬ জন৷
জলপাইগুড়ি- একদিনে আক্রান্ত ৫৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৮৮৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৬ জন৷ মোট সুস্থ হয়েছেন ১,৪৬৯ জন৷ নতুন করে এক জনেরও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা ১৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৪০৬ জন৷
কালিম্পং- একদিনে মাত্র ৮ জন আক্রান্ত৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১৮৮ জন৷ গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা মাত্র ১ জন৷ মোট সুস্থ হয়েছেন ১০১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮৬ জন৷
দার্জিলিং- একদিনে আক্রান্ত ৪০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,১৫০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ২,৪১১ জন৷ নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৪০ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬৯৯ জন৷
কোচবিহার- একদিনে আক্রান্ত ৩৯ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ১,৪৫১ জন৷ এই জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেল ৩৩ জন৷ মোট সুস্থ হয়েছেন ৯৯৫ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪৫৬ জন৷
আলিপুরদুয়ার- একদিনে আক্রান্ত ৬০ জন৷ এই পর্যন্ত মোট আক্রান্ত ৭৮৯ জন৷ গত ২৪ ঘন্টায় এক জনেরও মৃত্যু হয়নি৷ মোট মৃতের সংখ্যা মাত্র ৪ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ৪৭১ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩১৪ জন৷