যত দিন যাচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনা জেলায় বর্তমানে রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার পেরিয়েছে ।
শুধুমাত্র বারাকপুর মহকুমায় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার পেরিয়েছে। এখবর জানান, বারাকপুর পুরসভার পুর প্রশাসক উত্তম দাস। তিনি বলেন, “গোটা দেশের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বারাকপুর শিল্পাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশী। শুধু বারাকপুর পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে সকলের সচেতন থাকা এবং রাজ্য সরকারের নির্দেশ মেনে চলা উচিত।”
বারাকপুর মহকুমায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এবার ব্যারাকপুর লোকনাথ মিশন এগিয়ে এল দুঃস্থদের সেবায় । করোনা আবহের মধ্যেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯০ তম জন্মদিন পালিত হল মঙ্গলবার । লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিনে ব্যারাকপুরবাসীর সুবিধার্থে এবার লোকনাথ মিশন ব্যারাকপুরের করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করল ।
মঙ্গলবার বারাকপুর নোনা চন্দনপুকুর এলাকায় এই সংস্থার অনুষ্ঠানে এসে ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস বলেন, “আমরা সকলেই ঈশ্বরের দান। আজ মহা জন্মাষ্টমীর দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করব, দ্রুত যেন করোনা মুক্ত সমাজ গড়ে ওঠে । বারাকপুরবাসী করোনা নিয়ে যথেষ্ট চিন্তিত । এই সময় দাঁড়িয়ে লোকনাথ মিশন যেভাবে করোনা আক্রান্তদের কথা ভেবেছ, তা অকল্পনীয়। মানুষের বিপদে মানুষ পাশে থাকবে সেটাই চাই ।”