ভারতের ১০টি রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যের করোনা-পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে ডাকা ওই বৈঠকে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, গুজরাট, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। নতুন সংক্রমণের হিসেবে এই ১০টি রাজ্যই দেশে উদ্বেগের কারণ। সেই কারণেই এই ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী আলাদা বৈঠক করলেন।কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারতে। বাড়তে বাড়তে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২২,৬৮,৬৭৬-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৭১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩,৬০১ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫,২৫৭ জন এবং সংক্রমিত ২২,৬৮,৬৭৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৫,৮৩,৪৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩৯ হাজার ৯২৯।
2020-08-11