আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোবাইল ও ইন্টারনেট সংযোগের সবচেয়ে বড় সমস্যার সমাধান হয়ে গেল। সোমবার সকালে ভিডিও কনফারেন্সিং মারফত চেন্নাই এবং পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগকারী সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল (ওএফসি) জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। ফলে এবার থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও মিলবে হাই-স্পিড ইন্টারনেট। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে এই প্রকল্প। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের প্রাক্কালে সমুদ্রের নীচে ২,৩০০ কিলোমিটার দীর্ঘ কেবল বসানোর কাজ সত্যিই প্রশংসনীয়। গভীর সমুদ্রে সমীক্ষা, কেবলের গুনগতমান বজায় রাখা এবং বিশেষ জাহাজের সাহায্যে কেবল পাতার কাজ খুব সহজ নয়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার থেকে লিটল আন্দামান এবং পোর্ট ব্লেয়ার থেকে স্বরাজ দ্বীপ পর্যন্ত, আন্দামানের একটি বড় অংশে এই সেবা আজ থেকে শুরু হয়ে গেল। আন্দামান ও নিকোবরকে দেশ এবং বিশ্বের সঙ্গে সংযুক্ত করা এই অপটিক্যাল ফাইবার কেবল প্রোজেক্ট, ইজ অফ লিভিংয়ের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতীক। প্রধানমন্ত্রীর কথায়, আগামী দিনে আন্দামান ও নিকোবর, পোর্ট পেড ডেভেলপমেন্টের কেন্দ্র হিসেবে উন্নীত হবে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবার থেকে মিলবে হাই-স্পিড ইন্টারনেট। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্দামানে যাওয়া পর্যটকরা এই পরিষেবার ফলে ভীষণ উপকৃত হবেন, কারণ ভালো ইন্টারনেট পরিষেবা যে কোনও পর্যটনকেন্দ্রেরই সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী আরও বলেন, মোবাইল ও ইন্টারনেট সংযোগের সবচেয়ে বড় সমস্যার সমাধান হয়ে গেল।