প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিতোম্বি সিং, ময়দানে শোকের ছায়া

একটা সময় মোহনবাগানের রক্ষণের অন্যতম ভরসা ছিলেন। সবুজ-মেরুন জার্সি গায়ে বহু যুদ্ধের নায়ক। মোহনবাগানের সেই প্রাক্তন অধিনায়ক মণিতোম্বি সিং (Manitombi Singh) আর নেই। মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত মণিপুরী ফুটবলার। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। প্রাক্তন মোহনবাগান অধিনায়কের মৃত্যুতে শোকের ছায়া ময়দানে।

২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে (Mohun Bagan) খেলেছেন মণিতোম্বি। মূলত রাইট-ব্যাকে খেলতেন তিনি। রক্ষণ শক্ত রেখে উইং দিয়ে আক্রমণ শানানোর কাজে ছিলেন সিদ্ধহস্ত, সেই সঙ্গে দুর্দান্ত ক্রসিং। সম্ভবত সেজন্যই বহু ম্যাচে তাঁকে দেখা গিয়েছে উইংয়ে খেলতে। কিছু ম্যাচে মাঝমাঠেও খেলেছেন। তাঁর অধিনায়কত্বেই ২০০৪ সালে অল এয়ারলাইন্স গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। পেশাদার ফুটবল জীবনে মোহনবাগান ছাড়াও এয়ার ইন্ডিয়া, সালগাওকরের মতো ক্লাবে খেলেছেন মণিতোম্বি। শেষবার তাঁকে খেলতে দেখা গিয়েছিল ২০১৫-১৬ সালে মণিপুর স্টেট লিগে। সেবারেও মণিপুর স্টেট লিগে চ্যাম্পিয়ন হয় তাঁর দল এআইএম। এরপর সেই দলেই কোচিং শুরু করেন প্রাক্তন মোহনবাগান অধিনায়ক।

জাতীয় দলের জার্সি গায়েও সফল হয়েছেন এই মণিপুরি ফুটবলার। ২০০২ সালে এশিয়া কাপের ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। সেবছরই ভারতের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ঐতিহাসিক এলজি কাপ জেতেন তিনি। এ হেন সফল ফুটবলার এত অল্প বয়সে চলে যাওয়ায় শোকস্তব্ধ ময়দান। তাঁর প্রাক্তন ক্লাব মোহনবাগানের তরফে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.