কেরলের কারুপুরে কোঝিকোড়ে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের, সবমিলিয়ে বিমান ভেঙে দু’টুকরো হয়ে যাওয়ার ঘটনায় মৃত্যু বেড়ে হল ১৮। এছাড়াও কমপক্ষে ১২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় দু’জন পাইলট-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ১২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আগুন ধরে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত! বন্দেভারত মিশনের সৌজন্যে দুবাই থেকে ভারতে প্রায় এসে গিয়েছিলেন বিমান যাত্রীরা। বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনছিল বিমানটি। কিন্তু, শুক্রবার রাত ৭.৪৫ মিনিট নাগাদ কেরলের কারুপুরে কোঝিকোড়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় ‘অভিশপ্ত’ ওই বিমানটি। ওই বিমানে মোট ১৯১ ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যেই দু’জন পাইলট-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে।
2020-08-08