শুধু কলকাতাতেই একদিনে ২৭ জনের মৃত্যু, আক্রান্ত আরও ৬৮০ জন

শুধু কলকাতাতেই (kolkata)একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের৷ গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত হয়েছেন ৬৮০ জন৷ গতকালের থেকে কিছুটা বেশি৷ তবু মোট আক্রান্তের সংখ্যাটা ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর৷ বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৮০ জন৷

বুধবারের তথ্য অনুযায়ী এই সংখ্যাটা ছিল ৬৬৫ জনে৷ তবে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮৮২ জন৷ এদিকে শুধু কলকাতাতেই একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের৷ ফলে এই পর্যন্ত মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৭ জনে৷ বুধবারে তথ্য অনুযায়ী,অর্থাৎ মঙ্গলবার থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছিল ২৫ জনের৷

তবে কলকাতায় এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ১০৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪৮ জন৷ শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৮৬ জন৷ একদিনে বেড়েছে ১০৫ জন৷

অন্যদিকে বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯৫৪ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৮৬ হাজার ৭৫৪ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮২৯ জন৷ একদিনে বেড়েছে ৮৩৭ জন৷ একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫৬ জন৷

বুধবারের বুলেটিনে মৃতের সংখ্যাটা ছিল ৬১ জন৷ সেই তুলনায় আজ বৃহস্পতিবার মৃতের সংখ্যা কম৷ তবে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১,৯০২ জনের৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬১ জন৷ ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ২৩ জন৷ সুস্থ হয়ে উঠার হার ৭০.৩৪ শতাংশ৷ বুধবার ছিল ৭০.৩৬ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.