রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল প্রকাশিত হবে শুক্রবার ৭ অগাস্ট।শুক্রবর দুপুর ১টার পর জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল প্রকাশিত হবে। বেলা আড়াইটের পর ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। চলতি বছর ২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে পরীক্ষার ফল প্রকাশ-পর্ব আটকেছিল।
বেশ কয়েকটি ওয়েবসাইটে এবার জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল দেখা যাবে। পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট মারফত পরীক্ষার ফল জানতে পারবেন। Rank কার্ড ডাউনলোড করেও নিতে পারবেন ছাত্রছাত্রীরা।
চলতি বছরে ২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তারপর থেকেই করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে শুরু করে গোটা দেশে। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন ঘোষণা করা হয় দেশজুড়ে। তারই জেরে এতদিন পরীক্ষার ফল প্রকাশ পর্ব আটকেছিল।
যদিও এখনও দেশে করোনা পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে করোনা ক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।
তবুও ছাত্রছাত্রীদের স্বার্থেই এবার জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।