গোটা দেশে আনন্দের বাতাবরণ, সূচনা নতুন ভারতের : মোহন ভাগবত

গোটা দেশে শুধুই আনন্দের বাতাবরণ, বহু দিনের স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ। বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো শেষে, শিল্যানাস অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat) । আরএসএস প্রধানের কথায়, ‘বহু মানুষ আত্মত্যাগ করেছেন, অনেকেই আজ শারীরিকভাবে এখানে নেই। অনেকেই আজ এখানে আসতে পারেননি, আডবাণীজি নিশ্চয়ই বাড়িতে বসে সমস্ত কিছু দেখছেন। অনেকেরই আসার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির (কোভিড-১৯) কারণে তাঁদের আমন্ত্রণ করা সম্ভব হয়নি।


মোহন ভাগবত আরও বলেছেন, আজ গোটা দেশে আনন্দের বাতাবরণ। বহুদিনের আশা পূরণ হওয়ার আনন্দ এটা। সবচেয়ে বড় কথা হল, ভারতকে আত্মনির্ভর করে তুলতে যে আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল, আজ তা অধিষ্ঠিত হতে চলেছে।
সরসঙ্ঘচালকের কথায়, আমাদের দেশ ‘বসুধৈব কুটুম্বকম’-তে বিশ্বাস করে, অর্থাৎ গোটা বিশ্ব আমাদের অতিথি। দেশবাসী সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম। আমরা সবাইকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে বিশ্বাসী। আজ নতুন ভারতের সূচনা হল। মোহন ভাগবত এদিন আরও বলেছেন, আমরা একটি রেজোলিউশন নিয়েছিলাম, আমার মনে আছে তৎকালীন আরএসএস প্রধান বালাসাহেব দেওরাস আমাদের বলেছিলেন, ২০-৩০ বছর সংগ্রাম করতে হবে আমাদের। আমরা ৩০ বছর সংগ্রাম করেছি, এবং রেজোলিউশন পূরণ করার আনন্দ পেয়েছি


আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবতের পর এদিন বক্তব্য রাখেন রাম মন্দির ট্রাস্টের সভাপতি নিত্য গোপাল দাস। তিনি বলেন, ‘বহুবার আমার কাছে জানতে চাওয়া হয়েছে, কবে রামমন্দিরের নির্মাণ শুরু হবে। এ বার শীঘ্রই কাজ শুরু হবে। এত দিনে ভক্তদের বাসনা পূরণ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.