প্রতীক্ষার অবসান। উত্তর প্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমিস্থলে শুরু হল রাম মন্দিরের ভূমিপুজো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল-সহ অন্যান্যদের উপস্থিতিতে শুরু হয়েছে ভূমিপুজো।
বুধবার দুপুরে অযোধ্যায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্যরা। সেখান থেকে দশম শতাব্দীর হনুমান গাঢ়ী মন্দিরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রথা অনুযায়ী রাম জন্মভূমি স্থলে পৌঁছনোর আগে হনুমান গাঢ়ী মন্দিরে পূজার্চনা করেন প্রধানমন্ত্রী। এরপর রামলাল্লার দর্শন করেন প্রধানমন্ত্রী, রামলাল্লার ষাষ্ঠাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী। পারিজাত গাছের চারাও বসিয়েছেন প্রধানমন্ত্রী। তারপরই ভূমিপুজো শুরু হয় রাম জন্মভূমি স্থলে। প্রধানমন্ত্রী, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ ছাড়াও ১৭৫ জন অতিথি উপস্থিত রয়েছেন।