২৪ ঘন্টায় মৃত্যু ৮০৩ জনের, ভারতে করোনা-মুক্ত ১২ লক্ষেরও বেশি

লাগাম নেই সংক্রমণে, রাশ টানা যাচ্ছে না মৃত্যুতেও। করোনা-আক্রান্ত ও মৃত্যুর নিরিখে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত। সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। বাড়তে বাড়তে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে ১৮,৫৫,৭৪৬-এ পৌঁছে গেল করোনা-সংক্রমণ। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২,০৫০ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৮,৯৩৮ জন এবং সংক্রমিত ১৮,৫৫,৭৪৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১২,৩০,৫১০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ২৯৮।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৩৮,৯৩৮ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১০ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,৫৩৭ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১০৯ জন, বিহারে ৩৩০ জনের, চন্ডীগড়ে ১৯ জন, ছত্তিশগড়ে ৬১ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,০২১ জনের, গোয়া ৫৬ জন, গুজরাটে ২৫০৮ জনের, হরিয়ানায় ৪৪০ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৪০৭ জনের, ঝাড়খণ্ডে ১২৫ জনের, কর্ণাটকে ২,৫৯৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৮৪ জন, লাদাখে ৭ জন, মধ্যপ্রদেশে ৯০০ জন, মহারাষ্ট্রে ১৫,৮৪২ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৭ জন, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৫ জন, ওডিশায় ২০৭ জনের, পুদুচেরিতে ৫৬ জন, পঞ্জাবে ৪৪২ জন, রাজস্থানে ৭১৫ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৪,২৪১ জন, তেলেঙ্গানায় ৫৬৩ জন, ত্রিপুরায় ২৮ জন, উত্তরাখণ্ডে ৯০ জন, উত্তর প্রদেশে ১,৭৭৮ জন এবং পশ্চিমবঙ্গে ১,৭৩১ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ২.১০ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৬৬.৩১ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ৩১.৫৯ শতাংশ মানুষ। কোভিড-১৯ ভাইরাসকে হারাতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৩ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,০৮,৬৪,৭৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৩ আগস্ট ৬,৬১,১৮২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.