গোটা দেশে একদিনে করোনায় আক্রান্ত ৫২৯৭২ জন

একাধিক পদক্ষেপ গ্রহণ করা সত্বেও গোটা দেশজুড়ে ক্রমশ বেড়ে চলেছে করোনার সংক্রমণ।প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।গত ২৪ ঘন্টায় মারণ এই মহামারীতে আক্রান্ত হয়েছে ৫২৯৭২।ওই সময়ের মধ্যে দেশজুড়ে মৃত্যু হয়েছে ৭৭১ জনের। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৮ লাখের গণ্ডি। সবমিলে আক্রান্ত হয়েছে ১৮০৩৬৯৬। এরমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৭৯৩৫৭।দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছে ১১৮৬২০৩।মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮১৩৫। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফের জারি করা বুলেটিনে এ খবর জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মতে রাজ্যের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪৮৮৪৩। নিহত ১৫৫৭৬। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত ৪৪১২২৮। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাডু। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৬৯৯৮। নিহত ৪১৩২। তালিকায় তিন নম্বর স্থানে আছে দিল্লি। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৩৫৬। নিহত ৪০০৪। সুস্থ হয়ে উঠেছে ১২৩৩১৭। এখনো পর্যন্ত দুই কোটিরও বেশি পরীক্ষা দেশজুড়ে হয়েছে।শুধুমাত্র রবিবার গোটা দেশজুড়ে পরীক্ষা হয়েছে ৩৮১০২৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.