BREAKING: দেশে আক্রান্ত ১৮ লক্ষের বেশি, মোট মৃত্যু ছাড়াল ৩৮ হাজারের গণ্ডি

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন, ৫২ হাজার ৯৭২ জন। নতুন মৃত্যু হয়েছে আরও ৭৭১ জনের।

নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৬ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৫ লক্ষ ৭৯ হাজার ৩৫৭ টি। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ লক্ষ ৮৬ হাজার ২০৩ টি। দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৩৮ হাজার ১৩৫ জন।

অন্যদিকে করোনা আবহে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য এদেশে প্রবেশের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। এর আগে ডিরেক্টর জেলারেল অফ সিভিল অ্যাভিয়েশন যে গাইডলাইন দিয়েছিল, তার সঙ্গেই বেঁধে দেওয়া হয়েছে আরও কয়েকটি নিয়ম।

উল্লেখ্য, এখন ৩১ অগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এর আগে এই ব্যান ছিল ৩১ জুলাই অবধি।

নয়া গাইডলাইনে বলা হয়েছে, প্রত্যেক ভ্রমণকারীকে ভ্রমণের অন্ততপক্ষে ৭২ ঘন্টা আগে newdelhiairport.in ওয়েবসাইটে নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে হবে।

তাদেরকে ওই ওয়েবসাইটে একটি প্রতিশ্রুতি দিতে হবে, যে তাঁরা ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবে। এখানে ৭ দিন থাকতে হবে সরকারি কোয়ারেন্টাইনে, এরপর আরও ৭ দিন নিজে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

যদি কেউ কোয়ারেন্টাইনে না থাকতে চান, তবে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। গুরুতর অসুস্থ, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।

বিশ্বজুড়ে মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ১৮ মিলিয়ন। রবিবার রাত ১০ টা ৪০ এর হিসেব মোতাবেক এই তথ্য প্রকাশ্যে এনেছে এএফপি। ওই পরিসংখ্যানে দেখা গিয়েছে, বর্তমানে মোট করোনায় আক্রান্ত মানুষর সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ ১১ হাজার ৭৬৩ জন। তথ্য জানাচ্ছে, শেষ ৪ দিনে ১০ লক্ষেরও বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.