পুলিশের সূত্র উধৃত করে বিবিসি জানায় ২৭শে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার পাওয়ে একটি ইহুদী উপাসনালয় সিনাগগে এক বন্দুকধারীর গুলিতে এক মহিলা নিহত হয় এবং তিনজন আহত হয়।
বন্দুকধারীটি সান ডিয়েগো শহরের কাছে, পাওয়ের সিনাগগটিতে -এ পাশওভার উদযাপনে জড়ো হওয়া ইহুদীদের তার লক্ষ্যবস্তু বানিয়েছিল। হামলার পর ১৯ বছরের জন আরনেস্ট নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে । হামলার পিছনে বন্দুকধারীটির প্রকৃত উদ্দেশ্য এখনো পুলিশ জানতে পারেনি । মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যদিও এই আক্রমণটিকে “ঘৃণার অপরাধ” বলে অভিহিত করেছেন।
তদন্তকারীরা সন্দেহভাজন এর সামাজিক মিডিয়ায় কার্যকলাপ গুলি পর্যালোচনা এবং অনলাইন প্রকাশিত একটি ইহুদী বিরোধী “খোলা চিঠি” পরীক্ষা করছে। চিঠিটি হামলার প্রায় আট ঘন্টা আগে অনলাইন ফোরামে প্রকাশিত হয়। এই চিঠিটিতে, লেখক নিজেকে জন আরনেস্ট হিসাবে পরিচয় দিয়েছেন। তিনি গত মাসের ক্রাইস্টচার্চ মসজিদ সহ গত অক্টোবরে পিটসবার্গের সিনাগগের মারাত্মক মারণ আক্রমণ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন বলেও জানিয়েছেন।
ছয় মাস আগের হামলাটি ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে খারাপ ইহুদী বিরোধী হামলা