ঈদুজ্জোহা, যা বকরি ঈদ হিসেবেই পরিচিত| দিল্লি, পশ্চিমবঙ্গ, পঞ্জাব-সহ গোটা দেশে পালিত হয়েছে ঈদুজ্জোহা বা ঈদ-উল-আজহা| শনিবার সকাল থেকেই মসজিদে মসজিদে ঈদের প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন| কলকাতার নাখোদা মসজিক থেকে শুরু করে দিল্লির জামা মসজিদ, সর্বত্রই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নমাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা| ঈদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)|
রাষ্ট্রপতির শুভেচ্ছা-বার্তা : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শুভেচ্ছা বার্তা, ‘ঈদ মুবারক! ঈদুজ্জোহা ত্যাগ, চেতনা ও স্নেহের প্রতীক, যা সকলের মঙ্গল কামনার জন্য আমাদের অনুপ্রাণিত করে। এই উৎসবে, আসুন আমরা সবাই অভাবীদের সঙ্গে নিজেদের সুখ ভাগ করে নিই এবং কোভিড-১৯ রুখতে সামাজিক দূরত্ব এবং অন্যান্য নির্দেশাবলী মেনে চলি।’
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা : টুইট করে ঈদের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ঈদ মুবারক! ঈদুজ্জোহা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা। আশা করছি, এই দিনটি সমন্বয়পূর্ণ এবং সুদৃঢ় সমাজ গড়ে তুলতে আমাদের অনুপ্রাণিত করবে।’
কুরবানির ঈদকে ঘিরে শনিবার সকাল থেকে আনন্দে মাতোয়া আট থেকে আশি| দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ , ঝাড়খণ্ড, জম্মু, শ্রীনগর সর্বত্রই উৎসবের আমেজে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তবে, করোনাভাইরাস এবারের ঈদের আনন্দ অনেকটাই কেড়ে নিয়েছে বলা যেতে পারে।