প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা(corona)। আক্রান্তের দিক থেকে সংখ্যার বিচারে তিন নম্বরে উঠে এসেছে ভারত। সংক্রমণের সংখ্যা না কমলে অল্প কিছু দিনের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে টপকে যাবে। তবে এর মধ্যে কিছুটা স্বস্তির বিষয় হল ভারতে সুস্থতার হারও অন্যান্য দেশের তুলনায় বেশি। জনসংখ্যার বিচারে মৃত্যুর হারও তুলনামূলক ভাবে কম।
শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫০০০ মানুষ। এখনও পর্যন্ত যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাপিয়ে গেল। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫,০৭৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭০। আজ সকালের তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৫,৭৪৭।
অন্যদিকে, বর্তমানে ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এবং সুস্থতার সংখ্যা ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৬। আপাতভাবে দেখলে সংখ্যার বিচারে ভারতে আক্রান্তে থেকে সুস্থের সংখ্যা দ্বিগুণ।