রাফায়েল তাদের জন্য, যারা এদেশের মাটির দখল চায়, হুঁশিয়ারি রাজনাথের

রাফায়েল ফাইটার জেট এদেশের মাটিতে নামার সঙ্গে সঙ্গেই নাম না করে চিন ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেন ভারতীয় বায়ুসেনায় শক্তিশালী রাফায়েল জেটকে স্বাগত। এবার সেই সব দেশ সাবধান হোক, যারা ভারতীয় ভূখন্ডে অনধিকার প্রবেশ করে দখলদারি চালাতে চায়। তাদের সেই ইচ্ছা কোনও দিনই পূরণ হবে না। বুধবার ট্যুইট করে কড়া বার্তা দেন রাজনাথ।

তিনি বলেন, যদি ভারতের প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা সম্পর্কে কেউ অবগত না হয় বা কেউ যদি ভারতের ক্ষমতা নিয়ে সন্দিহান হন, তবে তারা সাবধান হয়ে যান। ভারত কোনও ভাবেই নিজের সার্বভৌমত্বর সঙ্গে আপোষ করবে না। এদিন কংগ্রসকেও একহাত নেন রাজনাথ।

এদিন তিনি বলেন রাফায়েল নিয়ে তোলা বিরোধীদের সব অভিযোগের জবাব এদিন দেওয়া হল, যদিও আগেও তা দেওয়া হয়েছে। প্রমাণ হয়ে গিয়েছে সব অভিযোগ ভিত্তিহীন ছিল। এদিন রাফায়েল ফাইটার জেটের কার্যকারীতার প্রশংসা করেন তিনি। রাজনাথ বলেন অত্যন্ত ক্ষমতাশালী এই জেট ও তার অস্ত্র, রাডার ও অন্যান্য সেন্সরগুলি। বিশ্বের শক্তিশালী ফাইটার জেটগুলোর মধ্যে রাফায়েল অন্যতম।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ ও ফ্রান্স সরকারের সহযোগিতার প্রশংসা করেন তিনি। রাজনাথের বক্তব্য সঠিক সময়ে রাফায়েল আমদানি ও মোতায়েন প্রতিপক্ষকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। মোদীর উদ্যোগেই সব সম্ভব হয়েছে। এদিন নিজের ট্যুইটে রাফায়েল ফাইটার জেটের দেশের মাটি ছোঁওয়ার মুহুর্ত শেয়ার করেন তিনি।

উল্লেখ্য রাফায়েল জেট একটানা ১০ ঘন্টা ধরে ওড়ার ক্ষমতা রাখে, তবে এর মাঝে ৬ বার জ্বালানি ভরার প্রয়োজন হবে। এরই মধ্যে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাফায়েল ফাইটার এয়ারক্রাফটে ১০০০ কিলোগ্রামের একটি ক্যামেরা রয়েছে, যা হাজার ফুট নীচে মাটিতে পড়ে থাকা কোনও ছোট ক্রিকেট বলের ছবি পরিষ্কার তুলতে পারবে।

এছাড়াও এই ফাইটার জেট ৫৫ হাজার ফুট উচ্চতায় থাকা কোনও শত্রুপক্ষকে ধংস্ব করার ক্ষমতা রাখে। রাফায়েল বিশ্বের একমাত্র এয়ারক্রাফট যা নিজের ওজনের দেড়গুণ ভারি ওজন বহনে সক্ষম।

একটি জেটের মধ্যে একবারে ১৬ টনের বোম ও মিসাইল বহন করা সম্ভব। মাল্টি ডিরেকশনাল রাডারের জন্য একই সময়ে ৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম রাফায়েল, তাও ১০০ কিমি দূর থেকে। এক মিনিটে ২৫০০ শেল ছুঁড়তে পারে এই ফাইটার জেট। শব্দের গতিবেগের দ্বিগুণ গতিতে ছোটে রাফায়েল, ঘন্টায় ২১৩০ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.