৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে জারি থাকবে ২ দিন করে সাপ্তাহিক লকডাউন(lockdown)। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসের কোন কোন দিন সম্পূর্ণ লকডাউন হচ্ছে, তার পুরো তালিকা প্রকাশ করেছেন তিনি।
বকরি ইদের কারণে এই শনিবার লকডাউন হচ্ছে না। একইরকমভাবে স্বাধীনতা দিবস, গণেশ পুজো, মহরম থাকায় ১৫ অগাস্ট (শনিবার), ২২ অগাস্ট (শনিবার) ও ২৯ এবং ৩০ অগাস্ট শনি-রবিবার লকডাউন থাকছে না রাজ্যে। বুধবার ২৯ জুলাইয়ের পর ২ অগাস্ট (রবিবার), ৫ অগাস্ট (বুধবার), ৮ অগাস্ট(শনিবার), ৯ অগাস্ট (রবিবার), ১৬ অগাস্ট (রবিবার), ১৭ অগাস্ট (সোমবার), ২৩ অগাস্ট (রবিবার), ২৪ অগাস্ট (সোমবার) এবং ৩১ অগাস্ট সোমবার লকডাউন থাকবে রাজ্যে।
মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ইদ, রাখি পূর্ণিমা বা ১৫ অগস্ট–সবটাই করতে হবে খুব ছোট করে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, “অন্য বার আমি রেড রোডের প্যারেডে যোগ দিই। সেখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হন। কিন্তু এবার খুব ছোট করে অনুষ্ঠান হবে। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি হতেই পারে। তবে খুব ছোট আকারে এই কর্মসূচি করতে হবে।”
প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। প্রতিদিনই প্রায় ২০০০ বেশি রাজ্যের বাসিন্দা আক্রন্ত হয়েছেন। বেড়েছে মৃতের সংখ্যাও। সেই কারণেই ফের এই লকডাউনের সিদ্ধান্ত রাজ্যের।