নিজে করোনা আক্রান্ত। চিকিৎসা চলছে হাসপাতালে। এই অবস্থায় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মঙ্গলবার সকাল ১১টায় বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাসপাতাল থেকে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। অন্য মন্ত্রীরা বাড়ি থেকে অংশ নেবেন এই ভার্চুয়াল মিটিংয়ে। সম্ভবত এটিই ভারতে প্রথম ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক।
এ প্রসঙ্গে মেডিকেল শিক্ষা মন্ত্রী বিশ্বাস সরণ বলেন, “সমস্ত মন্ত্রীরা এই ভার্চুয়াল মিটিংয়ে বাড়ি থেকে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান চিরায়ু হাসপাতাল থেকে এই মিটিংয়ে নেতৃত্ব দেবেন।” শিবরাজের মন্ত্রিসভার আরেক সদস্য অরবিন্দ ভাদুরিয়া, তিনিও কোভিড পজিটিভ অবস্থায় ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা যাচ্ছে, তিনিও ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যোগ দেবেন। সরকারি সূত্রের খবর, রাজ্যের তথ্যপ্রযুক্তি বিভাগ এই ভার্চুয়াল মিটিংয়ের বন্দোবস্ত করেছে। চিরায়ু হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের একইসঙ্গে যোগাযোগের সমস্ত মাধ্যম তৈরি করা হয়েছে। আজকের এই মন্ত্রিসভার বৈঠকে মূলত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২৫ জুলাই করোনা আক্রান্ত হন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ওই দিন তিনি নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তার আগে শিবরাজের মন্ত্রিসভার সদস্য অরবিন্দ ভাদুরিয়া ভাইরাসে আক্রান্ত হয়ে চিরায়ু হাসপাতালে ভর্তি হন। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজী টন্ডনের শেষকৃত্যে যোগ দিতে একসঙ্গে লখনউ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ, বিজেপি রাজ্য সভাপতি ভিডি শর্মা, সাধারণ সম্পাদক (সাংগঠনিক) সুহাস ভগৎ ও মন্ত্রী অরবিন্দ ভাদুরিয়া। তারপরই করোনা আক্রান্ত হন তাঁরা।