দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতে আসছে রাফাল যুদ্ধবিমান। সোমবার ফ্রান্সের একটি বায়ুঘাঁটি থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে অত্যাধুনিক পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে উড়ে গিয়েছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান, ২৯ জুলাই হরিয়ানার আম্বালায় ভারতীয় বায়ুসেনায় যোগ দেবে এই পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে, সংযুক্ত আরব আমিরশাহির একটি বিমানসেনা ঘাঁটিতে পৌঁছনোর পথে পুনরায় রাফাল যুদ্ধবিমান গুলিতে জ্বালানি ভরবে ফ্রান্সের এয়ার ফোর্স ট্যাঙ্কার এয়ারক্রাফ্ট।
রাফালের পরিচিতি বিশ্বের প্রথম সারির যুদ্ধবিমান হিসেবে। যা বিমানঘাঁটি কিংবা সমুদ্রের বুকে ভাসতে থাকা বিমানবাহী জাহাজের রানওয়ে থেকে উড়ে গিয়ে শত্রুঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। ২০১৬ সালে হওয়া ৫৯ হাজার কোটি টাকার চুক্তি অনুযায়ী প্রথম লপ্তে যে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতের পাওয়ার কথা, তার সব ক’টি এ দেশে পৌঁছবে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে। এই যুদ্ধবিমান নিয়েই মোদী সরকারের প্রথম দফায় রাফাল কেনা ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠায় জলঘোলা হয়েছে বিস্তর।
ফ্রান্স নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জে আশরাফ জানিয়েছেন, পাঁচটি রাফাল যুদ্ধবিমান গতিময়, বহুমুখী এবং মারাত্মক বিমান। সৌন্দর্য্যও অপরূপ। যথা সময়ে রাফাল পাঠানোর জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ। সমস্ত ধরনের সহায়তার জন্য ফ্রান্স সরকার এবং ফ্রান্স বায়ুসেনাকেও ধন্যবাদ। ২৯ জুলাই ছ’টি রাফাল অম্বালায় পৌঁছবে। অর্থাৎ আগস্ট মাসের গোড়াতেই পুরোদস্তর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে ভারতীয় বিমানবাহিনীর ওই রাফাল বহর।
ইউপিএ জমানায় ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারের আমলে ২০১৫ সালে সম্পাদিত নতুন চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে ৩৬টি রাফাল কিনবে ভারত। গত ৮ অক্টোবর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ফ্রান্স সফরের সময় দক্ষিণ ফ্রান্সে দাসো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে প্রথম রাফাল যুদ্ধবিমান হস্তান্তর করেছিল।