এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। দ্বারস্থ হল কমিশনের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সিউড়ির জনসভায় অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেষ্ট ওরা পেছনে লাগবে, তুমি একটু ধমকাবে, চমকাবে, বাঘের বাচ্চার মতো লড়াই করবে।’ বিজেপির অভিযোগ, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটে হিংসার রণকৌশল বাতলে দিচ্ছেন দলীয় নেতাকে। তাও আবার প্রকাশ্য সমাবেশে। সে কারণেই কমিশনে মমতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে।
এমনিতে নির্বাচনের শুরু থেকেই বিরোধীদের নকুলদানা খাওয়ানোর নিদান দিয়েছেন অনুব্রত মণ্ডল। যার পর বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর প্রিয় কেষ্টকে শো-কজ করেছে কমিশন। সেই নেতাকেই পক্ষন্তরে হিংসার প্রশ্রয় দিলেন মুখ্যমন্ত্রী, অভিযোগ গেরুয়া শিবিরের।
এইসঙ্গে বিজেপির দাবি, এটা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী সিউড়ির সভায় তাঁর অনুগামীদের নির্দেশ দিচ্ছেন, ধমকে চমকে ভোট কর। শান্তিপূর্ণ ভোট চান না উনি। সে জন্য টিয়ারুলের প্রাণ গেল। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।