পশ্চিমবঙ্গে (West Bengal) গত ২৪ ঘন্টায় বেড়েছে সুস্থের হার। একদিনে সুস্থ হয়েছেন ৬৪.২৯ শতাংশ মানুষ। একদিনে হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২০৯৭ জন। এদিকে রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪০ জন। অতএব রাজ্যে এখন সক্রিয় চিকিৎসাধীন, করোনা আক্রান্তের সংখ্যা ১৯, ৫৯৫জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮, ৭১৮জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ৩৭,৭৫১জন।
রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৭২জনের। রবিবার এমনটাই জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে।এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা থেকে ৬৪৮টি নতুন কেস পাওয়া যাওয়ায় শহরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,২০১। গত ২৪ ঘণ্টায় ৫১৩জন্য সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ১১,৩৪৯জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৭জনের মৃত্যু হয়েছে।বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬১৬৬জন। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ৬৮৬জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। রাজ্যে আক্রান্তের তালিকায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৫৪২। বাকি মৃতদের মধ্যে , দুজন দার্জিলিং, একজন উত্তর দিনাজপুর, নয়জন হাওরা, দুজন হুগলি, পাঁচ জন উত্তর ২৪ পরগনা ও চারজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ১৬হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৫হাজার ১৮৫টি। এখন রাজ্যে ৫৬টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে এখন ৫৮২টি সরকারি একান্তবাস রয়েছেন ৩হাজার ৪৭০জন। সরকারি একান্তবাস থেকে ছুটি পেয়েছেন, ১লাখ ৪হাজার ৬৬৮জন। এখন বাড়িতে একান্তবাসে রয়েছেন ৩৪হাজার ২৯১জন। হোম কোয়ারেন্টিনে নজরদারি শেষ হয়েছে, ৩লাখ ৬৩হাজার ৭২১জন। নতুন করে রাজ্যে শুরু হয়েছে ‘ সেফ হোম‘ – এ রাখার প্রক্রিয়া। রাজ্যে ১০৬টি সেফ হোমে ৬ হাজার ৯০৮টি শয্যা রয়েছে। সেখানে রয়েছেন ১৪১৩জন সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তি।