রাজ্যে নেহেরু-গাঁধী পরিবারের সম্পত্তির পরিমাণ কত, তা খতিয়ে দেখার কাজ শুরু করল হরিয়ানা সরকার। হরিয়ানার মুখ্য সচিব কেশনী আনন্দ অরোরা শহরের স্থানীয় প্রশাসনকে রাজ্যে গাঁধী পরিবারের কত সম্পত্তি রয়েছে, তা তদন্ত করার নির্দেশ দেন।
সরকারি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে নেহেরু-গাঁধী পরিবারের অধিকৃত সম্পদের পরিমাণ জানার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে বর্তমান বিজেপি শাসিত হরিয়ানা সরকার। এদিন হরিয়ানার মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিবকে এ বিষয়ে নির্দেশ দেন। নির্দেশে বলা হয়েছে, রাজ্যে নেহেরু-গাঁধী পরিবারের মালিকাধীন সম্পত্তি ও অন্যান্য সম্পত্তির পরিমাণ কত, তা শহরের স্থানীয় প্রশাসনকে তদন্ত করে দেখতে হবে। সূত্রের খবর, সম্প্রতি গুরুগাঁওয়ে গাঁধী পরিবারের একটি জায়গা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং এ বিষয়ে ইডির একটি ফাইল তৈরি করেছে। তারপরই হরিয়ানা সরকার তৎপর হয়ে ওঠে।
প্রসঙ্গত, এ মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রক গাঁধী পরিবার দ্বারা পরিচালিত রাজীব গাঁধী ফাউন্ডেশন, রাজীব গাঁধী চ্যারিটেবল ট্রাস্ট ও ইন্দিরা গাঁধী মেমোরিয়াল ট্রাস্ট নামে তিনটি ট্রাস্টের তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেছিল।