একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও দেশজুড়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ।প্রতিদিন
লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।বিগত ২৪ ঘণ্টায় গোটা ভারত জুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৪৮৬৬১।
রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। ওই সময়ের মধ্যে মারণ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭০৫ জনের। দেশজুড়ে এখনো পর্যন্ত সব মিলিয়ে করোনা আক্রান্ত সংখ্যা হচ্ছে ১৩৮৫৫২২।এর
মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৬৭৮৮২। সুস্থ হয়ে উঠেছে ৮৮৫৫৭৭।দেশজুড়ে করোনায় সবথেকে বেশি খারাপ অবস্থা মহারাষ্ট্রের।সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬৩৬৮। এই তালিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু।সেখানে আক্রান্তের সংখ্যা
২০৬৭৩৭।তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে দিল্লি।সেখানে আক্রান্তের সংখ্যা ১২৯৫৩১।