কার্গিল বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে দিল্লির সেনা হাসপাতাল (রিসার্চ অ্যান্ড রেফারেল) কর্তৃপক্ষের হাতে ২০ লক্ষ টাকার চেক তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই অর্থ দিয়ে করোনা মোকাবিলার জন্য দরকারি চিকিৎসা সরঞ্জাম কেনা হবে বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতি সচিবালয় তরফে জানানো হয়েছে করোনা মোকাবিলায় হাসপাতালকে আর্থিক সাহায্য করার জন্য বিগত কয়েক মাস রাষ্ট্রপতি ভবনের দৈনন্দিন খরচ বাঁচিয়ে এই অর্থ বরাদ্দ করা হয়েছিল। যা আজ, রবিবার রাষ্ট্রপতি সেনা হাসপাতালের কর্তৃপক্ষর হাতে তুলে দেন। সম্প্রতি নিজের জন্য লিমোজিন গাড়ি কেনার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। উল্লেখ করা যেতে পারে এই লিমোজিন গাড়ি সরকারি অনুষ্ঠানে বা অন্য কোন গুরুত্বপূর্ণ উৎসবে রাষ্ট্রপতি ব্যবহার করতে পারতেন। কিন্তু তার এই গাড়ি কেনার প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় সেই প্রকল্প পিছিয়ে গেল। রাষ্ট্রপতির এই দান করা অর্থ দিয়ে ফ্রন্টলাইন ওয়ারিয়র অর্থাৎ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ক্রয় করা হবে। উল্লেখ করা যেতে পারে দিল্লির সেনা হাসপাতাল (রিসার্চ অ্যান্ড রেফারেল) ভারতের সর্ববৃহৎ এবং শীর্ষস্থানীয় সামরিক হাসপাতাল।
2020-07-26