দেশে ফের লাফিয়ে বাড়ল সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় আবারও করোনা আক্রান্ত হলেন ৪৮ হাজার ৬৬১ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৭০৫ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ৮৮২ টি। মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৩।
অন্যদিকে করোনার(corona) প্রাথমিক লক্ষ্ণণ হিসেবে জ্বরকে ধরা হলেও, অনেক ক্ষেত্রেই সেই সমীকরণ মেলেনি বলে জানাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
সমীক্ষা বলছে, ১৪৪ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, মাত্র ১৭ শতাংশের মধ্যে জ্বর করোনার লক্ষ্মণ হিসেবে উপস্থিত ছিল।
সমীক্ষার দাবি এই কারণেই জ্বরের ওপর খুব বেশি গুরুত্ব আরোপ করার দরকার নেই। কারণ জ্বরের দিকে নজর দিয়ে করোনা চিকিৎসা করলে, অনেক গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসার অবহেলা হতে পারে। তাই কোনও রোগির জ্বর কেন হয়েছে, তা খুঁজে বের করা দরকার। সেই অনুযায়ী চিকিৎসা চলবে।
এদিকে, সম্প্রতি একটি রিপোর্টে জানা যাচ্ছে যে, ভাইরাস শরীর থেকে বিদায় নিলেও অনেক সমস্যা রেখে দিয়ে যাচ্ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, অনেকেই সেরে ওঠার পর বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে ছুটছেন।