হারানো সুর
শুভেচ্ছা চ্যাটার্জী
শেগুন গাছটা কেটে যে দিন
বাবা কাকা ভাগাভাগি করে নিল,
নগদ টাকায় কেনা মাংস রান্নার গন্ধে
পুরো ঘর যখন মঁ মঁ করছে,
আমাকে একটা কান্নার শব্দ বারবার বিচলিত করে তুলছে।
আমি যে ওদের প্রেমালাপ দেখেছি,
একটু একটু করে বাসা বাঁধতে দেখেছি।
নতুন সন্তানের মুখ দেখে
আনন্দে আত্মহারা হতে দেখেছি।
আবারও দেখলাম এক নষ্ট নীড়,
আবারও শুনলাম সন্তানহারা
মা-বাবার ক্রন্দন ধ্বনি।
আবারও বুঝলাম বিচ্ছেদের কষ্ট
,প্রিয়জন হারানোর ব্যাথা।
দুটো চড়ুই তখনও সন্তানের চারিদিকে ঘুরে চলেছে অবিরত।
হইতো বা অভিশাপ দিচ্ছে
আমাকে নিঃশেষ হওয়ার।।
(কবিতাটি পূর্বে তৃতীয়পক্ষ পত্রিকার রথযাত্রা সংখ্যায় প্রকাশিত )