মধ্য কাশ্মীরে, শ্রীনগরের উপকণ্ঠে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের দু’জন সন্ত্রাসবাদী। শ্রীনগরের উপকণ্ঠে রণবীরগড় এলাকার ঘটনা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন জখম হয়েছেন একজন সেনা জওয়ান। ওই সেনা জওয়ানের পায়ে গুলি লাগে, গুলিবিদ্ধ অবস্থায় ওই সেনা জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জঙ্গিদের নাম শীর্ষ লস্কর কমান্ডার ইশফাক রশিদ খান এবং লস্কর জঙ্গি আইজাজ আহমেদ।
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগরের উপকণ্ঠে রণবীরগড় এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকাল থেকেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়, সন্ত্রাসবাদীদের গুলিতে জখম হন একজন সেনা জওয়ান। পরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন লস্কর জঙ্গি। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, শ্রীনগরের উপকন্ঠে এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন লস্কর জঙ্গি। জখম সেনা জওয়ান স্থিতিশীল রয়েছেন।