উড়ান
তিষ্য (অর্ণব কুমার দাশ)
ডানা মেলে রোজ উড়ে যাবি তুই,
বিদেশ-বিভুই, সাতটি তারার দেশে,
নীল পরী দেয় কদমবুসি,
পানসে খুশির, এ জীবন একপেশে।
চাঁদমামার ঐ গোপন ডেরায়,
নোয়ার খেয়ায়, চরকা বুড়ির হামি,
তোর চোখে রোজ স্বপ্ন ছায়া,
ইচ্ছেতোয়া, হাসিরা অন্তর্যামী।
অস্মিতা, তোর পাখনায় জোর,
হলে কাকভোর, পাড়ি দিবি ওই দূরে,
পারিজাত মনে হাসির উল্কি,
মেঘের পালকি, ভাসাবি কপালজোরে।
পরিযায়ী হয়ে পাড়ি দিবি তুই,
পানসি অথৈ, রাজকন্যের বেশে,
হাজার আলোর রোশনাই হয়ে,
আমি ক্ষয়ে যাবো, মোম জ্যোৎস্নার শেষে।।
(কবিতাটি পূর্বে তৃতীয়পক্ষ পত্রিকার রথযাত্রা সংখ্যায় প্রকাশিত )