দিন কয়েকের মধ্যেই শেষ হতে চলেছে আনলক ৩ পর্যায়। তার আগেই আগামী সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্যওয়াড়ি করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে সেই বৈঠক।
দেশজুড়ে বিপজ্জনক আকার নিয়েছে করোনা পরিস্থিতি। গত কয়েকদিনের পরিসংখ্যান ধরলে প্রতিদিন দেশে ৫০ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। সংক্রমণের বিদ্যুৎ গতিতে ঘুম ছুটেছে একাধিক রাজ্যের।
গোটা দেশে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে ঘোরতর উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রকের কর্তারাও। ইতিমধ্যেই কেরল, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। যদিও কেন্দ্রের তরফে সেই তত্ত্ব মানা হয়নি। ওই রাজ্যগুলিতে স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়েছে বলেই মত কেন্দ্রের।
এই আবহেই সোমবার অর্থাৎ আগামী ২৭ জুলাই ফের একবার দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা উপস্থিত থাকবেন সেই বৈঠকে। এর আগে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
এই মুহূর্তে মাত্রাছাড়া সংক্রমণ গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৯১৬ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশজুড়ে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। সব মিলিয়ে শনিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১। দেশে করোনায় মৃত বেড়ে ৩১ হাজার ৩৫৮।