সাপ্তাহিক লকডাউনের (Lockdown) দ্বিতীয় দিনে সকাল থেকেই বিধাননগর স্টেশন চত্বর ও হাডেকো মোড়ে চলছে কড়া পুলিশি নজরদারি । যে সমস্ত মানুষ বাড়ির বাইরে অযথা বেরিয়েছেন এদিন তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে এবং তাদেরকে বারবার করে অনুরোধ করা হয় তারা যেন অযথা বাড়ির বাইরে বের না হয়। যারা অযথা বাড়ির বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ (Kolkata Police) আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এমনকি এদিন বিধাননগর স্টেশন চত্বর এলাকায় যে সমস্ত মানুষ বাইরে বেরিয়েছেন তাদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে পুলিশকে । শুধু তাই নয় কি প্রয়োজনে তারা বেরিয়েছেন তার যথাপোযুক্ত নথিপত্র তাদের দেখাতে হচ্ছে। আর না হলে পুলিশ কিন্তু তাদেরকে আটক করছে।
এদিন বিধাননগর স্টেশন চত্বর এলাকা পরিদর্শনে আসেন ডিসিএসডি অজয় প্রসাদ। তিনি জানিয়েছেন, তাঁর নেতৃত্বাধীন পুলিশবাহিনী সকাল ছয়টা থেকে কাজ করে চলেছে। এবং যারা বাড়ির বাইরে বেরিয়েছেন তাদের কিন্তু অনুরোধ করা হচ্ছে তারা যেন বাড়িতে ফিরে যান। একমাত্র এমার্জেন্সি সার্ভিস ছাড়া কেউ যেন বাড়ির বাইরে বের না হয়। তা সত্ত্বেও যারা বাড়ির বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের প্রসিকিউশন দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন এদিন।