সৌন্দর্য্য এবং নিপুণভাবে রক্ষণাবেক্ষণের জন্য ফের সমগ্র ভারতের মধ্যে ‘সর্বোত্তম ভবন’-এর শিরোপা পেল ভারতীয় বায়ুসেনার সদর দফতর ‘বায়ু ভবন’। দিল্লির রফি মার্গে অবস্থিত ‘বায়ু ভবন’-কে ২০২০ সালেও কেন্দ্রীয় পূর্ত দফতরের পক্ষ থেকে ‘সর্বোত্তম ভবন’-এর শিরোপা দেওয়া হয়েছে। ২০১৯ সালেও এই সম্মান পেয়েছিল বায়ু ভবন। অপরূপ সৌন্দর্য্যের জন্যই পুনরায় এই সম্মান পেয়েছে ভারতীয় বায়ুসেনার সদর দফতর।
সরকারি ভবন এবং সাংসদদের আবাসন মেরামতের দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রধান নির্মাণ এজেন্সি কেন্দ্রীয় পূর্ত দফতরের। রক্ষণাবেক্ষণের জন্য প্রতিবছরই বিভিন্ন বিভাগে পুরষ্কার ঘোষণা করা হয়। রেল ভবন এবং বায়ু ভবনের বিল্ডিং একই সময়ে নির্মিত হয়েছে। তৎকালীন বায়ুসেনা প্রধান, এয়ার মার্শাল এস মুখার্জি কোনও রকম আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই নবনির্মিত ভবনে চলে যান এবং ওই ভবনকেই ‘বায়ু ভবন’ নাম দিয়ে বায়ুসেনার সদর দফতর করা হয়। বায়ু ভবনেই বায়ুসেনা প্রধানের দফতর রয়েছে। এই ভবনের প্রধান অংশে রেল ভবন অর্থাৎ ভারতীয় রেলের সদর দফতর রয়েছে।
2020-07-24