ভারতীয় বায়ুসেনা ঠিক যেভাবে বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, একইভাবে পূর্ব লাদাখে মোতায়েন হয়ে কড়া বার্তা দিয়েছে, যে কোনও ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে ভারতীয় বায়ুসেনা। বুধবার বায়ুসেনা কমান্ডারদের সম্মেলনে এমনই মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও কোভিড-১৯ পরিস্থিতিতে বায়ুসেনার অংশগ্রহণের ভূয়সী প্রশংসাও করেছেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর মতে, যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকা উচিত ভারতীয় বায়ুসেনার।
বুধবার সকালে বায়ু ভবনে ভারতীয় বায়ুসেনার কমান্ডারদের তিন-দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বায়ুসেনার কমান্ডারদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিগত কয়েকমাসে অপারেশনাল ক্ষমতা বৃদ্ধির জন্য বায়ুসেনার প্রসংশা করেন। তিনি বলেন, পূর্ব লাদাখে চিনের মোতায়েনের পাল্টা হিসেবে ভারতীয় বায়ুসেনা যেভাবে দ্রুত মোতায়েন হয়েছে, তাতে বালাকোট এয়ার স্ট্রাইকের মতো বার্তা দেওয়া হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনার অংশগ্রহণে ভূয়সী প্রসংশা করে রাজনাথ সিং বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতিতে বায়ুসেনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভর হওয়ার উপর জোর দিয়ে রাজনাথ বলেছেন, এই সম্মেলনের বিষয় ‘পরবর্তী দশকে ভারতীয় বায়ুসেনা’ ভবিষ্যতে স্বদেশীকরণের প্রচেষ্টাকে উৎসাহ জোগাবে।এদিন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া বলেন, অল্প সময়ের মধ্যে পরিস্থিতি সামলানোর দিকে মনোনিবেশ করা উচিত। কমান্ডারদের উদ্দেশে বায়ুসেনা প্রধান বলেন, সমস্ত ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় বায়ুসেনা। প্রসঙ্গত, তিন-দিন ব্যাপী এই সম্মেলন চলবে ২২-২৪ জুলাই পর্যন্ত।
2020-07-23