মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অরিত্র কে লোকপ্রজ্ঞার সম্বর্ধনা

গত শনিবার (১৮/০৭/২০২০) লোকপ্রজ্ঞা বর্ধমান চর্চাকেন্দ্রের পক্ষ থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী মেমারির বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির( ইউনিট ১ ) এর ছাত্র অরিত্র পাল কে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন লোকপ্রজ্ঞা বর্ধমান চর্চাকেন্দ্রের সংযোজক মাননীয় প্রবীর দাঁ মহাশয়, বিশিষ্ট কার্যকর্তা মাননীয় দেবদূত সাঁতরা মহাশয়, সূরয মণ্ডল মহাশয় ও দিলীপ ঘোষ মহাশয়। সম্বর্ধনা অনুষ্ঠানের পর অরিত্র ও তার বাবা – মার সঙ্গে তারা অরিত্রর পড়াশোনা ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করেন।

অরিত্রর পিতা শ্রী গনেশচন্দ্র পাল ভারতীয় সেনা বাহিনীতে কর্মরত | মাতা শ্রীমতি চন্দনা পাল প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা |

প্রসঙ্গতঃ অরিত্র বিজ্ঞানী হতে চান এবং তার পছন্দের বিষয় অঙ্ক বা রসায়ন | না হলে পছন্দ চিকিৎসা বিজ্ঞান |

অরিত্রর মোট প্রাপ্ত নম্বর ৬৯৪ | বাংলা -৯৮ , ইংরেজী – ৯৯ , অঙ্ক -১০০ , ভৌত বিজ্ঞান -৯৮ , জীবন বিজ্ঞান -৯৯ , ইতিহাস -১০০ , ভূগোল – ১০০ |
মেধাবী অরিত্রর পড়াশুনায় গৃহ শিক্ষকদের পাশাপাশি তার মায়ের ভূমিকা ছিল প্রধান | অরিত্রর কথায় “এই সাফল্যে সকলের অবদান থাকলেও সবচেয়ে বেশি অবদান আমার মায়েরই” |

লোকপ্রজ্ঞার পক্ষ থেকে অরিত্রর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয় । সাফল্যের শীর্ষে যেন সে পৌঁছতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.