বাংলার একাধিক জায়গাতে সাতদিনের লকডাউন, রইল সেই তালিকা

সংক্রমণ রুখতে এবার দুই পুর এলাকায় সম্পূর্ণ লকডাউন(lockdown) জারি করা হল৷ আজ বুধবার থেকে ৭ দিনের জন্য বর্ধমান ও বরানগর পুর এলাকাতে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে৷ বর্ধমান শহরে সম্পূর্ণ লকডাউন। বুধবার থেকেই বন্ধ করে দেওয়া হল দোকানপাট, বাজার। যান চলাচলও বন্ধ। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে৷

জেলা প্রশাসন সূত্রে খবর, গত সাতদিনে বর্ধমান পুর এলাকায় ৪৮ জনের শরীরে মিলেছে সংক্রমণ। তারপরই বর্ধমান পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন জারি হয়েছে। এই পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট ৪৭৭ জন আক্রান্ত হয়েছে৷ মৃত্যু হয়েছে ৩ জনের৷ অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলায় মোট আক্রান্ত ৪৬৪ জন৷ মৃত্যু হয়েছে ৭ জনের৷ বর্ধমানের পাশাপাশি আজ বুধবার থেকে বরানগর পুর এলাকায় লকডাউন শুরু হয়েছে।

পুরসভার তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১১টা পর্যন্ত খোলা থাকবে সবজি-মাছ বাজার সহ সমস্ত দোকান। ওষুধ ও দুধের দোকানে ছাড়। সকাল ১১টার পর বিনা প্রয়োজনে বাইরে বের হলে, বিধিভঙ্গের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে। স্পষ্ট বার্তায় বলা হয়েছে এই ৭ দিনের লকডাউনে সমস্ত অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে চলবে না বাস, অটো, ট্যাক্সি, রিক্সা ইত্যাদি।

শুধুমাত্র ছাড় রয়েছে চিকিৎসাক্ষেত্রে। এছাড়া যে সমস্ত গাড়ি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সেগুলিকে ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। সমস্ত দোকানপত্র বন্ধ রাখার কথা বলা হয়েছে, ছাড় রয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে। দুধ, মাছ, মাংস, সবজি ইত্যাদি বিক্রি করা যাবে সকাল ৬ টা থেকে ১০ টা অবধি।

অন্যদিকে, বারাসাত পুর এলাকাতেও ৭ দিনের লকডাউন। ২৫-৩১ জুলাই পর্যন্ত বারাসাত পুর এলাকায় লকডাউন। সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত বারাসাত পুর প্রশাসনের। সর্বদলীয় বৈঠকের পর সিদ্ধান্ত বারাসাত পুরসভার। অন্যদিকে বারাকপুর পুর এলাকায় আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩০ জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন। পুরসভার ২৪টি ওয়ার্ডে বন্ধ থাকবে দোকানপাট, বাজার।

শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে। যান চলাচলে নিয়ন্ত্রণ। জেলা প্রশাসন সূত্রে খবর, বারাকপুর পুর এলাকায় শতাধিক বাসিন্দা করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে তিনজনের। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে কড়া পদক্ষেপ প্রশাসনের।

অন্যদিকে, করোনা সংক্রমণের জেরে বীরভূমের ৬টি পৌরসভা এলাকায় লকডাউন। ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হচ্ছে। দুপুর ৩ থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত লকডাউন। জানানো হল বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে।

করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রক্ষিপ্ত লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য। সোমবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। তার পর স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লকডাউনের কথা ঘোষণা করেন। মঙ্গলবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করল। চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার লকডাউন হবে রাজ্য জুড়ে।

নবান্নের এ দিনের নির্দেশিকায় জানানো হয়েছে, ওই দু’দিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যে লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে। আগামী সপ্তাহে বুধবার-সহ দু’দিন লকডাউন হবে। তবে আগের মতোই জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। আগের মতোই লকডাউনের দিন সরকারি-বেসরকারি অফিস, পরিবহণ ব্যবস্থা সহ সমস্ত কিছুই বন্ধ থাকবে পুরোপুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.