দেশের তামিলনাড়ু উপকূলে ফের নতুন সাইক্লোন ‘ফেনি’ ধেয়ে আসার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। বৃহস্পতিবারই সেই অ্যালার্ট জারি করে বলা হয়েছে আগামী ১লা মে’র মধ্যে সেই ঝড় আছড়ে পড়তে পারে।
আগামী রবিবারের মধ্যেই্ শাক্তি বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বে সাইক্লোন ঝড় ‘ফেনি’। তাই এক সতর্ক বার্তায় আগামী দিনগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সাইক্লোনের প্রভাব এরাজ্যে পড়বে কিনা জানা যায়নি।
ভারত মহাসাগর ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি ওই সাইক্লোন ক্রমশ শক্তি বাড়াচ্ছে বলে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো এবং তা পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
চেন্নাইয়ের রিজিওনাল মেটিরিওলজিক্যাল সেন্টারের রিপোর্টে বলা হয়েছে, এই সাইক্লোনের জেরে তামিলনাড়ু ও শ্রীলঙ্কায় আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির সহ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হবার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি।