প্রবল বৃষ্টিপাতে জেরবার দিল্লিসহ এনসিআর অঞ্চল।রবিবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক।তার জেরে দুর্ভোগের মুখে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টিপাতের ফলে পারদের কাটা নেমে গিয়েছে। ফলে প্যাচপেচে গরম থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজধানীবাসী। কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। রবিবার যে পরিমাণে বৃষ্টিপাত হবে তার আভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
শহরের ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আসাদপুর থেকে মুবারাকা চক, যশোবন্ত প্লেস থেকে অশোক রোড জলমগ্ন হয়ে যাবার জেরে যানজটের সৃষ্টি হয়েছে।মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে জলমগ্ন হয়ে গিয়েছে। মিন্টু সেতুর আন্ডারপাসে জলমগ্ন হয়ে যাওয়ার জেরে যাত্রীবাহী বাসটি আটকে পড়েছিল সেটিকে উদ্ধার করেছে দমকল। বৃষ্টিপাতের ছেড়ে কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দিল্লি বৃষ্টিপাতের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে সকাল সাড়ে আটটা পর্যন্ত ৭৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।