বছরে মিলবে ৭২ হাজার টাকা, বিনিয়োগ করা যেতে পারে মোদী সরকারের প্রকল্পে

চাকুরিজীবীদের পাশাপাশি সকল কৃষক, ব্যবসায়ী, ছোট দোকানদারদের জন্য কিছু পেনশন প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার। ব্যবসায়ী ও স্বাধীনজীবী মানুষদের জন্যও প্রকল্প আনা হয়েছে। এর গ্রাহকেরা ৬০ বছর পর থেকে পেনশন পেতে পারেন। সরকার ব্যবসায়ী ও চাকরিজীবীদের অবসর পরিকল্পনার আওতায় প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন (প্রধানমন্ত্রী এসওয়াইএম) এবং ন্যাশনাল পেনশন প্রকল্প (এনপিএস)কে যুক্ত করেছে।

স্বামী স্ত্রী দুজনেই যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন, তবে দুজনেই এই প্রকল্প করতে পারেন। এই প্রকল্পে তাঁরা যৌথভাবে মাসে ৬ হাজার টাকা পাবেন, ৬০ বছরের পর থেকে। অর্থাৎ বছরে পাবেন ৭২ হাজার টাকা।

এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে কেবলমাত্র আধার কার্ড এবং সেভিং অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্টের প্রয়োজন। এর জন্য আপনাকে নিকটবর্তী সিএসসিতে (কমন সার্ভিস সেন্টার) যেতে হবে।

এতে কিস্তিও আসলে রাখা হয়েছে নামমাত্র। মাসিক কিস্তি দিতে পারেন ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত। এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ এই প্রকল্পে যুক্ত হয়েছেন।

যদি কোনও ব্যক্তির বয়স ৩০ বছর হয় তবে তাকে প্রতি মাসে ১০০ টাকা খাতায় ফেলতে হবে। এভাবে সে ১ বছরে ১২০০ টাকা দেবে এবং ৬০ বছর অবধি সে দেবে মোট ৩৬ হাজার টাকা। এরপর ৬০ বছর হয়ে গেলে তিনি প্রতি বছর ৩৬ হাজার করে টাকা পাবেন।

তবে এই প্রকল্পে যুক্ত হতে কিছু নিয়ম রয়েছে। গ্রাহকের বয়স ১৮ থেকে ৪০ এর মহ্যে হতে হবে। বার্ষিক আয় বার্ষিক দেড় কোটি টাকার কম হওয়া আবশ্যিক। যদি ইপিএফ / এনপিএস / ইএসআইসি সুবিধা থাকে তবে তিনি এই স্কিম পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.