লাদাখ থেকে শুক্রবার বিকেলেই শ্রীনগরে পৌঁছে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে শ্রীনগরে যান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণে। পরবর্তী দিন শনিবার সকালেই অমরনাথ মন্দিরে গিয়ে পুজো দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। অমরনাথের পবিত্র গর্ভগৃহে প্রার্থনা করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণে।
অমরনাথ মন্দিরে পুজো দেওয়ার পর টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী লিখেছেন, জম্মু ও কাশ্মীরে শ্রীঅমরনাথজি পবিত্র গর্ভগৃহে প্রার্থনা করে ভাগ্যবান মনে করছি।
এদিন সকালে প্রায় এক ঘন্টা অমরনাথ মন্দির চত্বরে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এদিন ভগবান মহাদেবের পুজো দেন প্রতিরক্ষা মন্ত্রী। পুজো দেওয়ার পর কথা বলেন মন্দিরের পূজারীদের সঙ্গেও।